০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

টাইগারদের পাকিস্তান সফর স্থগিত

পাকিস্তান সফর হচ্ছে না, সেটি জানা গিয়েছিল গত শুক্রবার। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। সোমবার (১৬ মার্চ) সেই ঘোষণার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, দুই দেশ যৌথভাবে ওয়ানডে এবং টেস্ট ম্যাচের সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। দুই দফা পাকিস্তান সফর করে আসা বাংলাদেশ দলের মার্চের ২৯ তারিখ তৃতীয়বার পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। ১ এপ্রিল একটি ওয়ানডে এবং ৫ এপ্রিল শুরু টেস্ট দিয়ে শেষ হতো সফর।

এদিন দুপুরে সাংবাদিকদের কাছে পাঠানো মেইলবার্তায় বিসিবি বলেছে, ‘ম্যাচগুলো পরে খেলতে দুই বোর্ড এক সঙ্গে আলোচনা করবে।’ শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও সফর নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে দেন, ‘আমরা আশা করছি কাল-পরশুর মধ্যে ওদের সঙ্গে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। এটা এখনো হয়নি। প্রক্রিয়াধীন আছে। তবে সব জায়গায় পারিবারিক বাধা যেভাবে আসছে তাতে (সফরে যাওয়া) খুবই কঠিন।’

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

টাইগারদের পাকিস্তান সফর স্থগিত

পোস্ট হয়েছেঃ ০৪:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০

পাকিস্তান সফর হচ্ছে না, সেটি জানা গিয়েছিল গত শুক্রবার। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। সোমবার (১৬ মার্চ) সেই ঘোষণার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, দুই দেশ যৌথভাবে ওয়ানডে এবং টেস্ট ম্যাচের সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। দুই দফা পাকিস্তান সফর করে আসা বাংলাদেশ দলের মার্চের ২৯ তারিখ তৃতীয়বার পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। ১ এপ্রিল একটি ওয়ানডে এবং ৫ এপ্রিল শুরু টেস্ট দিয়ে শেষ হতো সফর।

এদিন দুপুরে সাংবাদিকদের কাছে পাঠানো মেইলবার্তায় বিসিবি বলেছে, ‘ম্যাচগুলো পরে খেলতে দুই বোর্ড এক সঙ্গে আলোচনা করবে।’ শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও সফর নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে দেন, ‘আমরা আশা করছি কাল-পরশুর মধ্যে ওদের সঙ্গে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। এটা এখনো হয়নি। প্রক্রিয়াধীন আছে। তবে সব জায়গায় পারিবারিক বাধা যেভাবে আসছে তাতে (সফরে যাওয়া) খুবই কঠিন।’