
এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজীবপুর থানা পুলিশের পৃথক অভিযানে ২০০০ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে।
রৌমারী থানা পুলিশ সুত্রে জানা যায় গতকাল ১৫ মার্চ রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মাদক সম্রাট মোঃ আব্দুল মালেককে মাদক কেনাবেচার সময় ১০২৫ পিচ ইয়াবাসহ আটক করে রৌমারী থানা পুলিশ।
আসামী মোঃ আব্দুল মালেক ওরফে মালু (৫৬) একটি হত্যা মামলার আসামী বলে জানান রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোঃ দিলওয়ার হাসান ইনাম। তিনি মাদক সহ আব্দুল মালেকের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো প্রক্রিয়াধীন।
অপরদিকে পুলিশ সূত্রে জানা যায়, রাজিবপুর থানা কর্তৃক চেকপোস্টে ডিউটি চলাকালীন সময় রৌমারী হইতে দেওয়ানগঞ্জ এর দিকে যাওয়া সময় অটোরিকশার যাত্রীর দেহ তলাশি করে ৯৭৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।