নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের আঙ্গিনা ও কলেজ ক্যাম্পাস সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় বুধবার বেলা ১২ টার দিকে কলেজ ক্যাম্পাসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন ফুলের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখসহ অত্র কলেজের অন্যান্য শিক্ষকগন উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গাছ মানুষের পরমবন্ধু। গাছ মানুষকে প্রতিনিয়ত অক্সিজেন দিয়ে যাচ্ছে। তাই সবুজ শ্যামল বাংলাদেশ গড়তে সবাইকে বেশি বেশি করে গাছ রোপণ করতে হবে।
তিনি বলেন, কলেজ প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করায় শিক্ষার্থীরা গাছ সম্পর্কে জ্ঞান লাভ করে গাছের ফল খাওয়ার পাশাপাশি জনসচেতনা বৃদ্ধি করতে সক্ষম হবে। তিনি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণের এ ধরনের মহতী উদ্যোগের জন্য সবাইকে সাধুবাদ জানান।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।