নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ হেরোইন ও ইয়াবাবড়ি সহ দুই জনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজের সামনে থেকে ৫০টি ইয়াবাবড়ি সহ ছালাম হাওলাদার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করে। সে বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে।
অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার দৌলতদিয়া বাজার সংলগ্ন ভাই ভাই আবাসিক বোর্ডিংয়ের সামনে থেকে ৯ দশমিক ৫ গ্রাম হেরোইন সহ সাটেল সরদার (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করে। সে রাজবাড়ীর পাংশা উপজেলার চর দুলুপদিয়া গ্রামের আজগর সরদারের ছেলে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদকের কারবারের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার রাজবাড়ী বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।