সাজ্জাদ হোসেন, গোয়ালন্দঃ "স্বাস্থ্যের অধিকার নিশ্চিতে কাজ করি একসাথে" প্রতিপাদ্যে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ২টায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে গণস্বাস্থ্য কেন্দ্র চত্বর হতে র্যালী বের হয়ে দৌলতদিয়া রেলস্টেশন ও পূর্ব পাড়ার প্রধান প্রধান গলি প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী'র সভাপতিত্বে প্যারামেডিক হারুন-অর-রশীদ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার সৌরভ কুমার বিশ্বাস, অবহেলিত নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ফরিদা পারভীন, পায়াক্ট বাংলাদেশ এর প্রোগ্রাম কোর্ডিনেটর (শিক্ষা) শেখ রাজীব, সাংবাদিক মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির উপদেষ্টা ফারুক হোসেন মোল্লা, সদস্য সুলতান ফকির, দৌলতদিয়া সুখ পাখি কেন্দ্রের মেডিকেল এ্যাসিসটেন্ট নিলুফা ইয়াসমিন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্যারামেডিক বেদেনা আক্তার, খাদিজা খাতুন, রূপা মন্ডল প্রমুখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।