মইনুল মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার কেন্দ্রীয় মহাশশ্মানের প্রবেশ পথের প্রধান ফটক এবং মৃত ব্যক্তির স্নান করার স্থানে বেদী তৈরির ভিত্তি প্রস্থর স্থাপন কাজের শুভ উদ্বোধন সোমবার করা হয়েছে।
সোমবার (২০ মে) বেলা সাড়ে ১১ টায় মহাশশ্মানে সপ্তবর্ণা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রনজিৎ সরকার টিটু’র সার্বিক সহযোগিতায় পৌর কেন্দ্রীয় মহাশশ্মানের প্রধান ফটক তৈরি এবং মৃত ব্যক্তির মরদেহ স্নান কার্যের সুবিধার্থে একটি স্নানঘর স্থাপনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সপ্তবর্ণা ফিলিং স্টেশনের কর্ণধার রনজিৎ সরকার টিটু, গোয়ালন্দ পৌর কেন্দ্রীয় মহাশশ্মান পরিচালনা কমিটির উপদেষ্টা নিরঞ্জন কুমার আগরওয়ালা, সভাপতি শংকর কুমার দাস, সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ পৌর সভার সাবেক কাউন্সিলর কোমল কুমার সাহাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সপ্তবর্ণা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রনজিৎ সরকার টিটু বলেন, শশ্মান একটি গুরুত্বপূর্ণ জায়গা। মৃত ব্যক্তির স্নান করার জায়গা আবশ্যক। এজন্য গোয়ালন্দ মহাশশ্মানে স্নান ঘর ও প্রবেশ পথের প্রধান ফটক তৈরিতে পরিবারের পক্ষ হতে সহযোগিতা করতে পেরে ভালই লাগছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।