ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন এবং তার পরিবারের বিরুদ্ধে জমি দখল অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে রাজবাড়ী শহরের প্রেসক্লাব সংলগ্ন রাজবাড়ী বার্তা কার্যালয়ে ওই ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে জমি দখল ও নির্যাতনের লিখিত বক্তব্যে পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য, স্কুল শিক্ষক মোছা. আঞ্জুমান আরা বেগম।
এ সময় আঞ্জুমান আরা বেগম, মো. আব্দুল রনি মোল্লা, মো. হুমায়ুন, মো. নাহিদ হোসেন, মো. নাফিজ মোল্লা, মো. পারভেজ সহ জমির মালিকানাস্বত্ব ও দলিলকৃত সবার জমি রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন সহ প্রয়াত মেয়র আক্কাস আলী মিয়ার ওয়ারিশরা জোরপূর্বক আমাদের সম্পত্তি দখল করছে। আমরা তাদের বিরুদ্ধ মামলা করে স্বত্ব পেয়েছি। এরপরও তারা জোরপূর্বক আমাদের দলিলকৃত ও রেকর্ডকৃত সম্পত্তিতে ঘর উত্তোলন করছে। ইতমধ্যে তোফাজ্জেল হোসেন গং আমার পিতার নামে সাবকবলা জমি রেজিষ্ট্রি করে দেওয়ার পরও একই জমিতে তারা আবার আজকে জোর পূর্বক ঘর উত্তোলন করছে।
মোছা. আঞ্জুমান আরা বলেন, তাই আমি সহ আমরা সম্পত্তির স্বত্বাধিকারীরা আইনের মাধ্যমে সম্পত্তির ভোগদখল করতে পারি সে ব্যবস্থা করতে আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।