নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ "প্রানী সম্পদে ভরবো দেশ- গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগানে, রাজবাড়ীতে প্রানী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে রাজবাড়ী সদর উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস, সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. ডা. খায়ের উদ্দীন আহমেদ, জেলা প্রানী সম্পদ এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ (কহিনুর) প্রমুখ।
প্রানী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রানীদের ৫০টি স্টল স্থান পায়। এ সময় আটজন খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরন করা হয়। তিন জন সর্বাধিক প্রানী সম্পদ তথ্য সুমারীর মাঝে পরস্কার বিতরন করা হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।