নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে রোববার দুপুরে দরিদ্র অসহায় এক বয়স্ক ব্যক্তিকে একটি নতুন রিক্সা কিনে উপহার হিসেবে তুলে দেন মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী। অসহায়, দরিদ্র ওই ব্যক্তির নাম জয়নাল প্রামানিক (৭০)। তিনি গোয়ালন্দ পৌরসভার ১নম্বর ওয়ার্ড ওলিমদ্দিন সরদার পাড়া। রোববার দুপুরে গোয়ালন্দ বাজার রিক্সার দোকান থেকে তার পছন্দ সই রিক্সা কিনে উপহার হিসেবে প্রদান করা হয়।
এসময় মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা সহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন। ঈদের আগে নতুন রিক্সা পেয়ে খুবই খুশি দরিদ্র অসহায় জয়নাল প্রামানিক।
নতুন রিক্সা পেয়ে আবেগ আপ্লুত হয়ে বৃদ্ধা জয়নাল প্রামানিক বলেন, তাঁর সংসারে স্ত্রী ও এক কন্যাসহ এক নাতী রয়েছে। একমাত্র ছেলে থাকলেও সে পৃথক থাকেন। পরিবারের অভাবের কারনে তিনি ৪৭ বছর ধরে পায়ে চালিত রিক্সা চালক। তার নিজের ব্যবহৃত রিক্সাটি অনেক পুরাতন ও জড়াজীর্ণ হওয়ায় সহজে চালাতে পারছিলেন না। অনেক কষ্টে দিনে কোনভাবে যা উপার্জন করতেন তাই দিয়ে তার সংসার চালানো অনেক কষ্টের ছিল। প্রায় চার বছর ধরে তার এমন কষ্ট চললেও তেমন কেউ এগিয়ে আসেনি। আজ নতুন করে রিক্সা পেয়ে খুবই খুশি হয়েছি।
মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী বলেন, ছাত্রলীগ নেতা রাতুল আহম্মেদ সজল বয়স্ক জয়নাল প্রামানিকের কষ্টের রিক্সা চালানোর দৃশ্যটি মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়েন। বিষয়টি দেখে আমি নিজেও আপ্লুত হয়ে পড়ি। পরে তার মাধ্যমে বৃদ্ধ জয়নাল প্রামানিককে খুঁজে বের করে তাঁর পছন্দসই একটি নতুন রিক্সা কিনে দেই। তবে তিনি স্বাস্থ্য সচেতনও বটে। মোটরচালিত রিক্সা নিবেন না। এতে তাঁর স্বাস্থ্যের হানি ঘটতে পারে বলে পায়ে প্যাডেল চালিত রিক্সাকে বেছে নেন তিনি।