মাহবুব পিয়াল, ফরিদপুরঃ পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপন। বুধবার সকাল ১১টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের হল রুমে খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজওয়ান উল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আলম।
সামাজিক উন্নয়ন বিভাগের সহকারী পরিচারক-২ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুরের জোনাল ম্যানেজার তৌহিদুল ইসলাম, উদ্দীপন সংস্থার প্রধান কার্যালয়ের উপ ব্যবস্থাপক রওশন জান্নাত রুশনী, উপ ব্যবস্থাপক মো. এমদাদ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক জসিম উদ্দীন, উদ্দীপনের রাজবাড়ী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহেদ হোসেন, বোয়ালমারী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রুবেল হোসেন, বোয়ালমারী উপজেলার উদ্যোক্তা উন্নয়ন কর্মকতা মো. হাসানুজ্জামানসহ উদ্দীপন ফরিদপুরে জোনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন তৌহিদুল ইসলাম।
মুসলিম এইডের আর্থিক সহযোগীতায় বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে ফরিদপুরের ১৫৯ জন হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল, ছোলা, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।