মইন মৃধা ও সাজ্জাদ হোসেন, গোয়ালন্দঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৮ নং ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোহাম্মাদ হোসাইন এর সার্বিক সহযোগিতায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম, দৌলতদিয়া, উজানচর ও পৌরসভার অসহায় ৩০০'শ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) দিনব্যাপী হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবকদল ট্রাকে করে গোয়ালন্দ উপজেলার তেনাপচা কাজী মনাক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতদিয়া কেকেএস প্রবীণ কেন্দ্র, দৌলতদিয়া মডেল হাই স্কুল, মেসার্স কফিল ফিলিং স্টেশন, তোরাপ শেখের পাড়া, উজানচর সামচু মন্ডলের বাজার, জমিদার ব্রিজ, পৌরসভার ৯ নং ওয়ার্ড কাইমদ্দিন প্রামানিক পাড়া, গোয়ালন্দ বাজার গরুর হাট, গোয়ালন্দ ব্র্যাক অফিস, এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাউল, ১ কেজি ছোলা, চিড়া, খেজুর, আখের গুড়, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি মুড়ি ও আলুসহ মোট ১৯ কেজির প্যাকেজ অসহায়দের মাঝে উপহার দেওয়া হয়।
ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপকারভোগী জনগোষ্ঠীর ভোগান্তি কমাতে তাদের দৌড় গোড়ায় পৌঁছে দিতে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য সেলিম শেখ, সুলতান মোল্লা, আলাউদ্দিন, আমজাদ হোসেন, জিয়াউর রহমান, লিয়াকত হোসাইন, মো. মামুন, আয়নাল আহসান, মুরাদ হোসেন, আলামিনসহ হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন জানান, মানুষের জন্য কিছু করার মত আনন্দ বা সুখ পৃথিবীতে আর কিছুতে নেই। আমি মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করি। অনেক নিম্মবিত্ত প্রতিবেশি আছেন, যারা অনেক কষ্টে জীবন-যাপন করলেও কারো কাছে কিছু চাইতে পারেন না। গরীব-অসহায়দের পাশাপাশি সেসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি যে কোন সামাজিক ও মানবিক কাজ করে থাকি। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসের প্রথম রোজায় ৩০০'শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছি।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।