শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে সোমবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দৌলতদিয়া মডেল হাইস্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মোস্তফা মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভিন ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত হোসেন সোহরাব, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. ইউনুছ মোল্লা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, রাজবাড়ী জেলা মটর চালকলীগের সভাপতি তোফাজ্জল হোসেন তপু, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রশীদ টিটু, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য আশরাফ হোসেন, মহিলা সদস্য চম্পা খাতুন প্রমুখ। অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম। এ সময় প্রধান অতিথিসহ আমন্ত্রিত অথিতিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।