মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে মঙ্গলবার বিকেলে বেসরকারী ব্যাংক আইএফআইসি প্রতিবেশী উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটির জেলার প্রধান কার্যালয় হিসেবে গোয়ালন্দ বাজার শাখায় এ উৎসবে শীতকালিন নানা ধরনের পিঠা-পুলিরও আয়োজন করা হয়।
ব্যাংকটির গোয়ালন্দ শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. ইমরান হোসেন খান এর সঞ্চালনায় উৎসবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক, নাসির উদ্দিন রনি, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পলাশ, আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী বাদল বিশ্বাস সাংবাদিক রাশেদ রায়হান, আবুল হোসেন, মইনুল হক প্রমূখ।
উৎসবে আইএফআইসি ব্যাংকের গ্রাহকদের নানাবিধ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। গ্রাহকদের বাৎসরিক নানা সুবিধা, ডিপোজিট করাসহ অন্যান্য সুবিধা নিয়ে আলোচনার মূল বিষয়বস্তু তুলে ধরেন ব্যাংকটির ব্যবস্থাপক ইমরান হোসেন খান। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ উৎসবে শীতকালিন নানা ধরনের পিঠা-পুলিশ ভোজনে শরীক হন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।