নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন পোড়াভিটায় বুধবার (৩০ জানুয়ারী) ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬জনকে মাদকসেবনরত অবস্থায় আটকের পর জেল ও জরিমানা করেছে।
দন্ডপ্রাপ্তরা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোরাপ মন্ডল পাড়ার পরান মন্ডলের ছেলে নয়ন মন্ডল (৩০), একই এলাকার মৃত লালমিয়া মন্ডলের ছেলে নাইম মন্ডল (২২), উত্তর দৌলতদিয়ার রেজেক সরদারের ছেলে আব্দুর রাজ্জাক সরদার (৩০), একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে আনছার আলী (৪০), সজ্জনকান্দা এলাকার মৃত রহিম শেখ এর ছেলে করিম শেখ (৫০) ও জুড়ান মোল্লার পাড়ার চেনেরুদ্দিন কাজীর ছেলে লিয়াকত কাজী (৬০)।
জানা গেছে, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট যৌনপল্লী সংলগ্ন পোড়াভিটায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাদকসেবনরত অবস্থায় ৬ মাদকসেবীকে আটক করে।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ জন মাদকাসক্তকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকব্যবসায়ী ও মাদকবিরোধীদের গ্রেপ্তারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।