নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় সরকারিভাবে বরাদ্দকৃত পাঁচ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে গোয়ালন্দ পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল।
এ সময় গোয়ালন্দ পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন মহল্লা থেকে আগত ৫২০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল ছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার সচিব ও নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির পলাশ সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।