নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুর্গম মজলিশপুর চরে উচ্চমূল্য ফলনশীল হাইব্রিড টমেটো লাল পরী এর মাঠ দিবস- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকাল ৪ টার দিকে ইউনাইটেড সীড কোম্পানি লিমিটেড এর আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনাইটেড সীড স্টোর এর মার্কেটিং ম্যানেজার বিকাশ চন্দ্র, ফার্মটেক বাংলাদেশ লিমিটেড এর আঞ্চলিক ব্যবস্থাপক ফারুক হোসেন রিপন, জ্যেষ্ঠ সাংবাদিক, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রথম আলো প্রতিনিধি রাশেদুল হক রায়হান, ইউনাইটেড সীড স্টোর লিমিটেড এর গোয়ালন্দ উপজেলা শাখার পরিবেশক আদদ্বীন কৃষি ভান্ডার এর স্বত্বাধিকারীরা হুমায়ন আহম্মেদ সহ স্থানীয় কৃষক, কৃষানীবৃন্দ।
মাঠ দিবসে বক্তারা বলেন, লাল পরী জাতের টমেটো চাষ করে খরচের তুলনায় চারগুন লাভবান হওয়া যায়। ইতিমধ্যে এ এলাকার বেশ কিছু কৃষক এ টমেটো চাষে অধিক লাভবান হয়েছে। তাই সকল কৃষককে এ টমেটো চাষের আহ্বান জানান তারা।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।