ইমরান মনিম, রাজবাড়ীঃ প্রচার-প্রচারনায় বাঁধা, ভয়ভীতি, হুমকি-ধমকিসহ নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন রাজবাড়ী-২ সংসদীয় আসনের সতন্ত্র ঈগল প্রতিকের প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক। মঙ্গলবার বিকালে স্থানীয় দৈনিক জনতার আদালত পত্রিকা কার্যালয়ে তিনি এ সাংবাদিক সম্মেলন করেন।
এ সময় তিনি রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের দীর্ঘ দিনের দূর্বৃত্তায়ন দুর করতে শত বাঁধা, ষড়যন্ত্র ও ভয়ভীতি উপেক্ষা করে ৭ জানুয়ারী পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীর মানুষকে ঈগল প্রতিকে ভোট দেবার আহ্বান জানান।একই সাথে তিনি এখনও হুমকি-ধমকি ও ভয়ভীতি উপেক্ষা করে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এই ঈগল প্রতিক নির্যাতিত, নিপিরিত, শোষিত, বঞ্চিত মানুষের প্রতিক। ঈগল প্রতিকের বিজয় নিশ্চিত হবে। আজ ঈগল প্রতিকের জনসমর্থন ও মানুষের মুখে মুখে, চায়ের দোকানে, রাস্তা ঘাটে, হাটে বাজারে রব উঠেছে। তাই বিরোধী পক্ষ ইর্ষান্বীত হয়ে আমার প্রচার প্রচারনায় বাঁধা দিচ্ছেন। তারপরও আমি আমার রাজবাড়ী-২ আসনের সাধারন মানুষের ও ভোটারদের ঈগল প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে ও এ অঞ্চলের আপামোর মানুষের পাশে থেকে সুখঃদুখে তাদের কাজ করতে চাই। সকল বাঁধা বিঘ্ন উপেক্ষা করে আগামী ৭ জানুয়ারী তারিখে সকল ভোটারদের ঈগল প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহব্বান জানান তিনি।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।