প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৪, ৪:২৯ অপরাহ্ণ
রাজবাড়ীতে ২২৩ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই
ইমরান মনিম, রাজবাড়ীঃ “নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙ্গিন" এই স্লোগানে রাজবাড়ী জেলায় ১ জানুয়ারী বই উৎসবে সোমবার সকালে সরকারী, বেসরকারী এবং মাদরাসা সহ প্রায় ২২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
সোমবার সকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সকাল এগারটায় বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে বই বিতরন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
এ সময় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ১ হাজার ২৬০ জন এবং রাজবাড়ী সরকারী বালিকা বিদ্যালয়ে ১ হাজার ২০০ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরন করা হয়। জেলার ৫ টি উপজেলায় সরকারী, বেসরকারী, মাদ্রাসা এবং কারিগরী সহ ২২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১৪ লক্ষ নতুন বই বিতরন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহাগ হোসেন, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস প্রমূখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।