নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ১ জানুয়ারী বই উৎসবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এ উপলক্ষে সোমবার সকালে প্রথমে আনুষ্ঠানিকভাবে জেএন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর মাধ্যমিক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয় দৌলতদিয়া মডেল হাই স্কুলে।
সোমবার সকাল ১০টায় গোয়ালন্দ শহরের জেএন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবে কোমল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। পরে শহরের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রাশেদুল হক, পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মৃধা প্রমূখ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন জানান, এ বছর গোয়ালন্দ উপজেলার ৫১টি প্রাথমিক বিদ্যালয়, ২৮টি কিন্ডার গার্টেন, এনজিও পরিচালিত ১৩টি এবং বেসরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪টি। সব মিলিয়ে ৯৬টি বিদ্যালয়ের প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর হাতে ১৬ হাজার সেট নতুন বই তুলে দেওয়া হচ্ছে।
এরপর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুলে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম প্রমূখ। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি মাদরাসা এবং কারিগরি স্কুল ও কলেজ সহ মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৬ হাজার ৯১২ জন শিক্ষার্থীর জন্য ১৫ হাজার ৪৮২ সেট নতুন বই তুলে দেওয়া হচ্ছে। বাকি বই হাতে পাওয়া মাত্র তাদের হাতে তুলে দেওয়া হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।