প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৩, ১০:০১ অপরাহ্ণ
রাজবাড়ীর লক্ষিকোল ইমাম বাড়ীতে জারি গান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের লক্ষিকোল ইমাম বাড়ীতে জারি গানের আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শরু করে জারি গানের আসর চলে মধ্য রাত পর্যন্ত। হাজারো শ্রোতা দর্শকদের মাঝে বিভিন্ন জারি গান পরিবেশন করেন শিল্পিরা। লক্ষিকোল পূর্বপাড়া ইমাম বাড়ি কমিটির আয়োজনে ও আহলে বায়াত পাক ও কারবালার শ্বানে ইমাম বাড়ি মাঠে জারি গান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী পৌর সভার মেয়র আলমগীর শেখ তিতু, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ, দ্বাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী, সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর মিয়া, আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ফরিদ মোল্লা, আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি শিউলী আক্তার সুলতানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দাদশী ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন দেলো। গান পরিবেশন করেন মানিকগঞ্জের জারি গান সম্রাট খালেক দেওয়ান ও শামীমা সরকার।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।