ইমরান মনিম, রাজবাড়ীঃ নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবাব সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, লোকোশেড বধ্যভূমি, বীরমুক্তিযোদ্ধা শহিদ রফিক, সফিক ও সাদিক, বীরমুক্তিযোদ্ধা শহিদ আব্দুল আজিজ খুশির কবরে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সমূহ।
পরে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ খুশি রেলওয়ে ময়দানে জাতীয় পতাকা উত্তোলন, বাণী পাঠ, বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়ানো হয়।
এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান সহ সরকারি-বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। পড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ শারিরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শণ করে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।