নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ যথাযোগ্য মর্যাদার সাথে রাজবাড়ীর গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালন করে।
বৃহস্পতিবার সকালে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাস সুজ্জল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরের পাশেই নির্মিত ৭ই মার্চ চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, গোয়ালন্দ ঘাট থানা, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ, গোয়ালন্দ দাখিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর সকাল সাড়ে ১০টায় দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য নাসরিন আক্তার ইতির সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, প্রবীণ স্কুল শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার চক্রবর্তী, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সামাদ মোল্যা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শরীফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।