ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। একই সাথে বেলুন উড়িয়ে দিবসটি উদযাপনের শুভ সূচনা করা হয়। পরবর্তীতে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার আয়োজিত দুর্নীতি বিরোধী দিবস উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সফি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য নূর জাহান চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আরিফা বেগম প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ নানা পর্যায়ের প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।