
মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। শুক্রবার (১০ জানুয়ারি) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে জাতিসংঘ সনদকে সমুন্নত রাখা’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনায় তিনি এ আহ্বান জানান।
জাতিসংঘ সনদের ৭৫তম বর্ষপূর্তিকে সামনে রেখে এটি ছিল নিরাপত্তা পরিষদের এ বছরের প্রথম উন্মুক্ত আলোচনা।
জাতিসংঘের প্রতি বাংলাদেশের অটল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে রাবাব ফাতিমা বলেন, ‘জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে, তা আমাদের জনগণের আদর্শ এবং এ আদর্শের জন্য তারা চরম ত্যাগ স্বীকার করেছে।’
১০ লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবিকতা ও সাহসী নেতৃত্ব দেখিয়েছেন, তা তুলে ধরেন স্থায়ী প্রতিনিধি। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ফলে এই অঞ্চল অস্থিতিশীলতা থেকে রক্ষা পেয়েছে। আর এই আশ্রয়দান জাতিসংঘ সনদের প্রতি আমাদের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।’
অরাষ্ট্রীয় অপশক্তি দ্বারা সৃষ্ট অসম নিরাপত্তা হুমকি, সাইবার জগতে নতুন চ্যালেঞ্জসহ জলবায়ু পরিবর্তন, দরিদ্রতা, অসমতা, সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও মানুষের বাস্তুচ্যুতির মতো উদীয়মান চ্যালেঞ্জগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন রাষ্ট্রদূত ফাতিমা। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশা পূরণে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি বহুপাক্ষিকতাবাদ ও জাতিসংঘ সনদকে সমুন্নত রাখার ওপর জোর দেন।
উন্মুক্ত আলোচনায় ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফ্যাম বিন মিন সভাপতিত্ব করেন। এতে ১০০টির বেশি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিরা বক্তব্য দেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং চেয়ার অব দ্য এলডার্স ম্যারি রবিনসন এর উদ্বোধনীতে বক্তব্য রাখেন।