শামীম শেখ, গোয়ালন্দঃ "১লা ডিসেম্বর দিচ্ছে ডাক, সাম্প্রদায়িক অপশক্তি নিপাত যাক" স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে শুক্রবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব হতে একটি র্যালী বের হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মো. জাকির হোসেন।
কর্মসূচিতে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম শফি, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য ও পরিবারবর্গ। কর্মসূচি হতে ১ ডিসেম্বরকে সরকারীভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা এবং মুক্তিযোদ্ধাদের মাসিক সন্মানী ভাতা বাড়ানোর দাবি জানানো হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।