মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে সড়ক উন্নয়নের লক্ষ্যে শুক্রবার মাটি ভরাট করে রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক তত্বাবধানে বেলা ১২টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর দৌলতদিয়া হুকুম মাতব্বরের পাড়া এলাকায় এ কাজের উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে “গ্রামকে শহরে রুপান্তরিত করার” বাস্তবায়নের অংশ হিসেবে মানুষের চলাচলের অনুপযোগী সাড়ে ৩০০ মিটার দৈর্ঘ্য মাটির রাস্তার কাজের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী। এসময় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, প্যানেল চেয়ারম্যান জামাল মোল্লা, মহিলা ইউপি সদস্য আয়েশা আলী নেওয়াজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এলাকাবাসী বলেন, এই রাস্তাটি অবহেলিত ছিলো, আজ মাটির রাস্তাটি নির্মাণ কাজ শুরু হচ্ছে, আমাদের ছেলে মেয়ে খুব সহজে স্কুলে যেতে পারবে। রাস্তাটি আমাদের দীর্ঘদিনের স্বপ্নছিল আজ তা বাস্তবায়ন করেছেন উপজেলা চেয়ারম্যান ও দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর, সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় দৌলতদিয়া ইউনিয়নের হুকুম মাতব্বরের পাড়া এলাকায় সাড়ে ৩০০মিটার দৈর্ঘ্যের রাস্তাটি মাটি ভরাটের কাজ শুরু হলো। উপজেলার সর্বস্তরের মানুষ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন। আমি উপজেলাবাসীর পাশে থেকে আজীবন সেবা করে যেতে চাই।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, চর দৌলতদিয়া হুকুম মাতব্বরের পাড়া এলাকার মানুষের চলাচলের রাস্তা এটি। রাস্তাটি নির্মাণ হলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ এলাকাবাসী খুব সহজে স্কুলে যেতে পারবে। মাটির রাস্তাটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল তা আজ বাস্তবায়ন হতে চলছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।