নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ যথাযোগ্য মর্যাদার সাথে রাজবাড়ীর গোয়ালন্দে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভার সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।
সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতির উপর গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করে বক্তব্য রাখেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য নুরজাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিম তারান্নুম হক, নবাগত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাশেদুজ্জামান, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্যা, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শেখ প্রমূখ।
সভায় যথাযোগ্য মর্যাদার সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের প্রস্তুতির কথা জানানো হয়। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর ৭ মার্চের প্রতিকৃতিতে সম্মিলিতভাবে সরকারি এবং বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কে আনন্দ শোভাযাত্রা বের করা হবে। সাড়ে ৮টায় উপজেলা কোর্ট মাঠ চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ডিসপ্লে প্রদর্শন, এরপর বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, অফিসার্স ক্লাব বনাম গোয়ালন্দ প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ, শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচসহ দিনব্যাপী নানা অনুষ্ঠান, সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।