নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ গত সেপ্টেম্বর এবং অক্টোবর- ২০২৩ মাসে মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার এবং পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার সহ সার্বিক বিষয়ে বিশেষ ভূমিকা রাখায় রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরুষ্কৃত করা হয়। শনিবার (১৮ নভেম্বর) জেলা পুলিশ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. রেজাউল করিম সহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
পুলিশ সুপার জি. এম আবুল কালাম আজাদ বলেন, গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সর্বোচ্চ পরিমান মাদক সহ অস্ত্র উদ্ধার এবং গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী তামিল করায় চৌকশ পুলিশ অফিসার হিসেবে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে এবং গোয়ালন্দ থেকে মাদক সহ অপরাধ দূর করতে পুলিশের সার্বিক কাজে পূর্বের ন্যায় সকলের সহযোগিতা কামনা করেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।