মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে বিএনপির নেতাকর্মীরা এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ সিপিসি- ৩ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে ফরিদপুর র্যাব-১০, সিপিসি-৩ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
কমান্ডার কে এম শাইখ আকতার সাংবাদিকদের বলেন, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে বিএনপির নেতাকর্মীরা এক পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ঢাকার পল্টন থানায় মামলা হয়। ওই মামলার ৭৮ নম্বর এজাহার নামীয় আসামী রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পল্টন থানায় হস্তান্তর করা হবে।
কেন্দ্রীয়কৃষক দলের সহ-সভাপতি রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. আসলাম মিয়া বলেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে মঙ্গলবার দুপুর ১টায় দিকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকার একটি মিথ্যা মামলায় র্যাব গ্রেপ্তার করে। আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দ এ সমস্ত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।