নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আইয়ুব আলী খাঁকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িত অভিযোগে ৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার বাহির চর দৌলতদিয়া সিদ্দিক কাজী পাড়ার ফেরদৌস গাজীর ছেলে শান্ত গাজী (১৯) ও ওমর আলী মোল্যার পাড়ার আকবর শেখ এর ছেলে হারেজ শেখ (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ঘাট টার্মিনাল এলাকা থেকে পুলিশ প্রথমে শান্ত গাজীকে গ্রেপ্তার করে। রাত সোয়া ১টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে অপর আসামী হারেজ শেখকে গ্রেপ্তার করে। হারেজ শেখ এর বিরুদ্ধে থানায় পূর্বে একটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। তাদেরকে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ইউপি সদস্য আইয়ুব আলী খার ভাতিজা জাকির খাঁ বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যাচেষ্টা মামলা (নং-১৩) দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আইয়ুব আলী খান (৪৭) দৌলতদিয়া যৌনপল্লিতে জনৈক আজিজুরে বাড়িতে অবস্থান করছিলেন। রাত তিনটার দিকে ১০-১২ জন দুষ্কৃতকারী হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায়।
খবর পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত যৌনপল্লিতে পৌছে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে চিকিৎসার জন্য সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পরিবারের লোকজন বৃহস্পতিবার সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় কয়েকজন জানান, যৌনপল্লিতে আইয়ুব আলীর নিজস্ব বড় বাড়িও রয়েছে। সে স্থানীয়ভাবে প্রভাবশালী বাড়িওয়ালা হিসেবেও পরিচিত। এছাড়া বাহির চর দৌলতদিয়া এলাকায় বালুর ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে নিজ দলের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলে আসছে বেশ কিছুদিন ধরে। তার আলোকে বুধবার দিবাগত গভীররাতে তাঁর ওপর প্রতিপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে ন্যাক্কারজনক হামলা চালায়।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বৃহস্পতিবার রাতে আইয়ুব আলীর শারিরীক পরিস্থিতি খোঁজ খবর নিয়ে এলাকায় ফিরে শুক্রবার জানান, আইয়ুব আলী তাঁকে জানিয়েছেন, আগামী নির্বাচনে আইয়ুব আলী যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন প্রতিপক্ষ হিসেবে স্থানীয় যুবক ইয়াসিনের নেতৃত্বে তার ওপর এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ইউপি সদস্য আইয়ুব আলী খাকে দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে রক্তাত্ব জখম করে পালিয়ে যাওয়ার পর থেকে পুলিশ জড়িতদের গ্রেপ্তারে মাঠে কাজ শুরু করে। আইয়ুব আলীর পরিবারের সদস্যরা তার চিকিৎসা নিয়ে ব্যাস্ত থাকায় পরদিন বৃহস্পতিবার রাতে থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে। মামলার পর রাতেই পুলিশ ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে। অপর আসামীদের গ্রেপ্তারে সচেষ্ট রয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।