মইনুল হক মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সড়ক উন্নয়নের লক্ষ্যে মাটির রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সৈদাল পাড়া এলাকায় এ কাজের উদ্বোধন করা হয়। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পাশাপাশি উপজেলা পরিষদের টিআর প্রকল্পের মাধ্যমে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে “গ্রামকে শহরে রুপান্তরিত করার” বাস্তবায়নের অংশ হিসেবে মানুষের চলাচলের অনুপযোগী, সামান্য বৃষ্টি হলেই কাঁদায় পরিণত সেই ২ হাজার ২১৮ মিটার দৈর্ঘের মাটির রাস্তার কাজের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।
এ সময় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, প্যানেল চেয়ারম্যান মো. জামাল মোল্যা, মহিলা প্যানেল চেয়ারম্যান চম্পা আক্তার, ইউপি সদস্য নুরজাহান বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় এলাকাবাসীরা বলেন, এই রাস্তাটি অবহেলিত ছিলো। আজ মাটির রাস্তাটি নির্মাণ কাজ শুরু হচ্ছে, আমাদের ছেলে মেয়ে খুব সহজে স্কুলে যেতে পারবে। এই মাটির রাস্তাটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল তা আজ বাস্তবায়ন করেছেন উপজেলা চেয়ারম্যান ও দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, দৌলতদিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন। আমি এ ইউনিয়নের মানুষের পাশে থাকবো এবং আজীবন সেবা করে যাব ইনশাআল্লাহ্।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর, সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ দৌলতদিয়া ইউনিয়নের সৈদাল পাড়া হতে নুরু খাঁর মোড় পর্যন্ত ২ হাজার ২১৮ মিটার মাটির রাস্তার কাজ শুরু হলো। তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজে বিশ্বাসী। বাংলাদেশ আজ উন্নত দেশ হিসাবে সবার কাছে পরিচিত।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।