নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির ভিতর থেকে শুক্রবার দিবাগত গভীররাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ২০ লিটার বাংলা মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার মজিবর মন্ডলের ছেলে মো. কাশেদ মন্ডল (২৫) ও শাহাদৎ মেম্বার পাড়ার আফছার মন্ডলের ছেলে মো. আনিস মন্ডল (৩৫)। আনিস মন্ডল দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশের একটি দল দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান চালায়। এসময় যৌনপল্লির জনৈক মোস্তফা-কনা এর বাড়ি থেকে হাতে নাতে ৫লিটারের চারটি বোতলভর্তি ২০ লিটার বাংলা মদ বিক্রিকালে আনিস মন্ডল ও কাশেদ মন্ডলকে গ্রেপ্তার করে। বাংলা মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ হাজার টাকা। এর মধ্যে যুবলীগ নেতা আনিস মন্ডলের বিরুদ্ধে তিনটি মাদকদ্রব্য আইনে দায়েরকৃত মামলা বিচারাধীল রয়েছে। আনিস মন্ডল দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুলহাস মোল্যার অনুসারী হিসেবে পরিচিত।
অভিযোগ রয়েছে, দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের পছন্দের এবং অনুসারীদের দিয়ে কমিটি গঠন করেন। কমিটিতে যাদের নাম স্থান পায় তাদের বেশিরভাগ বিভিন্ন মাদক ব্যবসায় জড়িত বলে কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
অভিযোগ প্রসঙ্গে দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুলহাস মোল্যা বলেন, আনিস মন্ডল যুবলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। মদসহ তার গ্রেপ্তারের বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দের সাথে বসে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত গভীররাতে ২০ লিটার মদসহ আনিস মন্ডল ও কাশেদ মন্ডলকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আজ শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।