নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এবং সংগঠনকে আরো গতিশীল করতে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বদিউজ্জামান ব্যাপারী পাড়া স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুঞ্জুরুল আলম এর নিজ বাড়ির উঠানে এ সভা অনুষ্ঠিত হয়।
৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুঞ্জুরুল আলম এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি মো. নজরুল ইসলাম।
৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোবারক আলী মোল্যার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সুজ্জল।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা আ.লীগের সদস্য সালাহ উদ্দিন মাহমুদ রেজা, পৌর আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বাদল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের সদস্য আক্কাছ আলী শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল শেখ, ৫নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ মোল্যা সহ ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যসহ অন্যান্য ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগন।
প্রধান অতিথির বক্তব্যে পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি সময় নেই। সকলকে সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আবার নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। না হলে দেশে উন্নয়নের ধারাবাহিকতা বন্ধ হয়ে আবার পিছনে ফিরে যাবে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।