নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ৯ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৪৫ হাজার টাকা জরিমানা, ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস এবং ৩০ কেজি ইলিশ তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পদ্মা নদীর অন্তারমোড় এলাকা থেকে জেলা মৎস্য অধিদপ্তরের অভিযান পরিচালনা করে এসব জেলেদের আটক ও কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা করেন। রাতেই দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।
অভিযানে জেলা মৎস্য অফিসার মো. মশিউর রহমান, রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) জেএম সিরাজুল কবিরসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।