প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ণ
রাজবাড়ীতে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে অবহিতকরন সেমিনার অনুষ্ঠিত
ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ “ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে, অধিদপ্তরে প্রতিকার মেলে- লঙ্ঘিত হলে ভোক্তাঅ অধিকার অভিযোগ করলেই পাবেন প্রতিকার" এই স্লোগানে রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষন আইন -২০০৯ প্রয়োগ ও বাস্তবায়নে অবহিতকরন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ মোরশেদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক,রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষন কর্মকর্তা রাকিবুল হাসান, রাজবাড়ী চেম্বার অফ কমার্সের সহ সভাপতি মো. জাকির হোসেন, রাজবাড়ী দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী কেমিস্ট এন্ড ড্রাগিস্টি সমিতির সভাপতি শেখ মো. আ. রউফ হিটু সাধারন সম্পাদক মো. মাহফুজুর রহমান প্রমূখ। সেমিনারে রাজবাড়ী কাপর ব্যাবসায়ী, ঔষধ, বেকারী সহ বিভিন্ন ব্যাবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে ভোক্তা অধিকার বিরোধী কার্যে নিয়োজিত হলে ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে তা অপরাধ হিসেবে আমলে নিয়ে বিভিন্ন অংকে আর্থিক দন্ড ও কারাদন্ড দেওয়ার নির্দেশনা আইনের আওতায় প্রয়োগ রয়েছে। এ আইনে পণ্যের মোড়ক ব্যাবহার না করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, সেবার মূল্যতালিকা সংরক্ষন ও প্রদর্শন না করা, ধার্যকৃত পণ্য মূল্যের অধিক মূল্যে পণ্য ও ঔষধ ও সেবা বিক্রয়, খাদ্যে ভেজাল মিশ্রন, অবৈধ প্রক্রিয়ায় পন্য উৎপাদন, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাকে প্রতারিত করা, প্রতিশ্রুতি অনুযায়ী পন্য বিক্রয় না করা, ওজনে কারচুপি, ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি, দৈর্ঘ প্রস্থ্য পরিমাপক ফিতায় কারচুপি, পন্যের নকল প্রস্তুত উৎপাদন, মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, সেবা গ্রহিতার জীবন বা নিরপত্তার বিপন্নকারী কার্য, অবহেলা বা ইত্যাদি দ্বারা সেবা গ্রহিতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানী ঘটানো, মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের, অপরাধ পূনঃসংঘটন, বাজেয়াপ্ত ইত্যাদি বিষয় পণ্য নিয়ন্ত্রন আইন প্রয়োগ ও বাস্তবায়ন করে ভোক্তা অধিকার সংরক্ষিত করা হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।