নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং রাজবাড়ী জেলা চেম্বার্স এন্ড কমার্সের সভাপতি কাজী ইরাদত আলীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন গোয়ালন্দ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তাঁর আমন্ত্রনে গত রোববার (২৯ অক্টোবর) রাত ৮ টার দিকে রাজবাড়ীস্হ কাজী ইরাদত আলীর নিজস্ব কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় উপস্হিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক অপরুপ দত্ত হলি, গোয়ালন্দ প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি রাশেদুল হক রায়হান, নব নির্বাচিত সভাপতি, মোহনা টেলিভিশন ও দৈনিক ভোরের পাতা গোয়ালন্দ প্রতিনিধি আবুল হোসেন মোল্লা, সাধারন সম্পাদক, দেশ টিভি ও দৈনিক জনকণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, নব নির্বাচিত সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, জ্যেষ্ঠ সহ সভাপতি ও যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি, রাজবাড়ী জেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি হেলাল মাহমুদ, সহ সভাপতি ও দৈনিক সংবাদের গোয়ালন্দ প্রতিনিধি শেখ রাজিব প্রমূখ।
এ সময় উভয় পক্ষের মধ্যে গোয়ালন্দ প্রেসক্লাবের উন্নয়ন, সংবাদ ও সাংবাদিকতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনাকালে আ.লীগ নেতা কাজী ইরাদত আলী গোয়ালন্দ প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং তাদের পাশে থেকে আগামীতে প্রেসক্লাবের উন্নয়নে সহযোগীতার কথা বলেন। এ সময় সাংবাদিকরা কাজী ইরাদত আলীর পরিপূর্ণ সুস্হ্যতা সহ তাঁর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর শুক্রবার সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।