ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে দূরপাল্লার বাস থেকে বিপুল সংখ্যক ইয়াবাবড়ি সহ দুই বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে। মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন কেকেএস সেভ হোমের সামনে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ওই যাত্রীদের কাছ থেকে পুলিশ ৩ হাজার পিস ইয়াবাবড়ি জব্দ করেছে।
গ্রেপ্তারকৃতর হলো মাদারীপুরের শিবচর উপজেলার রিয়াজ উদ্দিন মাতবর কান্দি গ্রামের তোতা মিয়া ওরফে তোতা ব্যাপারীর ছেলে মো. সুরুজ মিয়া ওরফে সুরুজ ব্যাপারী (৪০) ও ফরিদপুরের সদরপুর উপজেলা হাটকৃষ্ণপুর গ্রামের আবুল কালাম ব্যাপাীরর ছেলে ইউসুফ ব্যাপারী (২৮)। জব্দকৃত ইয়াবাবড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মহাসড়কের দৌলতদিয়া কেকেএস সেফ হোম কার্যালয়ের সামনে পুলিশের নিয়মিত তল্লাশি চেকপোস্ট বসে। বুধবার বেলা দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মাশরুল আলমসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ঢাকাগামী একটি যাত্রীবাহি পরিবহনে তল্লাশি চালায়। এসময় যাত্রীবেশী উল্লেখিত দুই যাত্রীর কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবাবড়ি জব্দ করে। তাদের বিরুদ্ধে বিকেলেই থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।