নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ শারদীয় দুর্গাপূজা -২০২৩ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এবং পৌরসভার মধ্যে অবস্থিত ২৫টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে অর্থ সহযোগিতা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী পক্ষ থেকে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এ সহযোগিতা প্রদান করা হয়।
কাজী ইরাদত আলীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. শহিদুল ইসলাম খান, মো. গোলজার হোসেন মৃধা, সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন রনি, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক হুমায়ন কবির পলাশ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অপূর্ব সাহা দ্বিজেন সহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাদের হাতে এ সহযোগিতা তুলে দেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।