মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের নবমীর দিন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডবগুলো পরিদর্শন করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। সোমবার বিকেল ৪টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত গোয়ালন্দ পৌরসভা সহ উপজেলার বিভিন্ন মণ্ডব ঘুরে দেখেন এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি প্রথমে উপজেলার দৌলতদিয়া ঘাটের সকল মন্ডব পরিদর্শন করেন, এরপর পৌরসভা ও উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. নিজাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মামুনুর রশিদ, এনায়েত হোসেন জাকির, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, পৌর কাউন্সিলর মো. ফজলুল হক, মো. আলাউদ্দিন মৃধা, কার্তিক ঘোষ, সাবেক কাউন্সিলর কোমল কুমার সাহা সহ জেলা ও উপজেলা পর্যায়ে আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কাজী কেরামত আলী বলেন, মা দূর্গার আর্শিবাদে দেশে যারা অশান্তি সৃষ্টি করছে আমার বিশ্বাস মা দূর্গা এ চক্রান্ত নস্যাৎ করবেন। অশুভ শক্তি বিন্যাস হবে আমাদের শান্তি প্রতিষ্ঠা হবে।আমরা সব সময় শান্তির পক্ষে, এ দেশের জনগন কোন অপশক্তির দলকে সমর্থন করে না। যারা ধর্মের নামে অশান্তি সৃষ্টি করতে চায় তাদেরকে এ দেশের জনগন সমর্থন এবারো করবেনা। আমার বিশ্বাস উন্নয়নের ধারা অব্যাহত রাখছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগ কেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন, দেশে অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, হরিজন পল্লির দুর্গাপূজার মন্ডবে পরিদর্শন কালে হরিজনদের নিয়ে বলেন, আমাদের সমাজে হরিজন সসম্প্রদায়ের লোকজন এক সময় অবহেলার শিকার হত, বর্তমান সরকার তাদের জন্য নানা রকম সুবিধা দিয়েছে, তাদের টাকার সল্পতা থাকলেও তাদের মন ও মানুষিকতা অনেক বড়।