নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে ২৯৬ পিস ইয়াবাসহ এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাটের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফকৃতারকৃত মাদক বিক্রেতা বগুড়া জেলার শেরপুর থানার কুসুম্বী গ্রামের সাইদুল ইসলাম এর ছেলে মোঃ সাজু (২৮)।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়েরের পর শুক্রবার আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বের তিনটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।