মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা -২০২৩ উপলক্ষে উপজেলার ২৫টি মন্দিরে সরকারিভাবে বরাদ্দকৃত অনুদানের চাউল বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে জিআর বরাদ্দের ২৫টি মন্দিরের প্রত্যোকটিতে ৫০০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মামুনুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক, পৌরসভার কাউন্সিলর মো. আলাউদ্দিন মৃধা, সাবেক কাউন্সিলর কোমল সাহা সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, সকল মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী কেরামত আলী বলেন, শারদীয় দুর্গাপূজা একটি সার্বজনীন আয়োজন। এ আয়োজনে কোন রকম সমস্যা যেন না হয় সে জন্য সরকার থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এ উৎসবে যেন কোন বাধা বিপত্তি না আসে সেজন্য স্থানীয় প্রশাসন কঠোর সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। দূর্গাপূজার সময় যে কোন নাশকতা এড়াতে সবাইকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।