নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ গ্রামীণ অবকাঠামো বরাদ্দকৃত অর্থায়নে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এইচবিবি করণ ৭০০শ ফুট রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২নম্বর ব্যাপারী পাড়া এলাকায় এইচবিবি করণ কাজের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল বলেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ইউপি সদস্য আলমগীর হোসেন, জামাল মোল্লা প্রমুখ।
এ সময় অতিথিরা উন্নয়নমূলক এই কাজটি সম্পন্ন করতে এলাকার সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।