হেলাল মাহমুদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক-কৃষাণীদের মাঝে প্রনোদনার বীজ প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চারটি ইউনিয়নের তালিকাভুক্ত প্রায় ১১ হাজার ৪২০ জন কৃষকের মধ্যে ১ হাজার কৃষকের মাঝে বীজ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, জেলা আ.লীগের সহসভাপতি হেদায়েত হোসেন সোহরাব, জেলা কৃষকলীগের আহ্বায়ক আবু বক্কার খান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কাজী কেরামত আলী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে নমিনেশন দিবেন আমরা তার জন্যই কাজ করবো। আমি কখনো নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দাবী করিনি। আজ পর্যন্ত কোন অনুষ্ঠান বা সভায় আমাকে নমিনেশন দেওয়া হোক এই কথা বলিনি। দলীয় নেত্রী শেখ হাসিনা যাকেই নমিনেশন দিবেন আমরা তার জন্যই কাজ করবো।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। সরকারের উন্নয়নকে অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। আমি উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে হাত জোড় করে বলেন, দেশের উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনাকে আবারো নৌকা প্রতিকে ভোট দিতে হবে। দল যাকেই মনোয়ন দিবেন আপনারা সবাই তার জন্য কাজ করবেন। প্রধানমন্ত্রী ও মানবতার মা শেখ হাসিনা মা-বোনদের অনকে ভালবাসেন। প্রধানমন্ত্রীর জন্য আপনারা সবাই দোয়া করবেন। তিনি যেন আবাও ক্ষমতায় আসতে পারেন। তা না হলে দেশ অনেক পিছনে পড়ে যাবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।