নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ সারা দেশের মতো রাজবাড়ীতেও ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নদীতে ২২ দিনের জন্য মা ইলিশ রক্ষায় সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। এই ২২ দিনে ইলিশ শিকার, পরিবহন, আহরন, বিপনন সম্পূর্ণভাবে বন্ধ ঘোষনা করা হয়েছে। ইলিশের প্রজনন মৌসুমে নদীতে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ সময়ে জেলেদের মাঝে প্রনোদনার অংশ হিসেবে ভিজিএফ'র চাল বিতরন শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের তালিকাভুক্ত জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরন করা হয়। খানগঞ্জ ইউনিয়নের ৩০০ জন তালিকাভুক্ত জেলের মাঝে মৎস্য অধিদপ্তরের আওতায় ২৫ কেজি করে চাল বিতরন করা হয়। চাল বিতরনকালে উপস্থিত ছিলেন খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুর রহমান সোহান, তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।