নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা সদরের সুলতানপুর ইউনিয়নের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম কেন্দ্রিয় ছাত্রলীগের সহ সম্পাদক করায় রাজবাড়ী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শুভেচ্ছে ও অভিনন্দন জানানোর পর কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সহ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ মিলে এসময় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় ছাত্রলীগের সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহীন শেখ, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান মিয়া, সাধারন সম্পাদক কামাল হোসেন, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ সভাপতি তুহিন দেওয়ান, সাধারন সম্পাদক আবির হোসেন হৃদয়, সদর পৌর ছাত্রলীগ সভাপতি আরফানুল হক অন্তর, সাধারন সম্পাদক ইফতি হক সৌরভ, প্রমূখ।
এর আগে জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগের মেতা কর্মিরা দৌলতদিয়া সহ সম্পাদক রেজাউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময়, কেন্দ্রি ছাত্রলীগ সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রেজাউল ইসলাম বলেন, কেন্দ্রীয় কমিটি আমাকে সহ সম্পাদক করায় আমি কেন্দ্রিয় কমিটিকে অভিবাদন জানাই। সেই সাথে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ জেলার সকল ছাত্রলীগ নেতা কর্মিদের শুভেচ্ছা জানাই। গত নির্বাচনে যেভাবে আমি নির্বাচন কালীন সময়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য থেকে কাজ করেছি, আগামী নির্বাচনেও আমি দলের জন্য কাজ করে যেতে চাই।