নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে বুধবার বিকেলে হেরোইন ও ইয়াবাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার বিকেলে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় সাড়ে ৫ গ্রাম হেরোইনসহ ফরিদপুর জেলার কোতোয়ালি থানার রঘুনন্দনপুর এলাকার নূর ইসলাম এর ছেলে রুবেল হাওলাদার (৩৫), একই দিনে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে থেকে ২১০ পিস ইয়াবাসহ উজানচর ইউনিয়নের শ্রীদাম দত্ত পাড়া এলাকার মৃত ফজলু খান এর ছেলে সেলিম খান (৩৮), দৌলতদিয়া পোড়াভিটা সংলগ্ন খাজার ডেকের সামনে থেকে ৪৫ পিস ইয়াবাসহ সিরাজগঞ্জ সলঙ্গা থানার জীবনপুর এলাকার মৃত ধীরাজ আকন্দ'র ছেলে দুলাল আকন্দ (৪৮) এবং ৭ গ্রাম হেরোইনসহ মানিকগঞ্জ সদর থানার মনোরা এলাকার মৃত মোজাফফর আলীর ছেলে সাদ্দাম হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে উল্লেখিত ব্যক্তিদের মাদকসহ গ্রেপ্তার করে।এ সংক্রান্তে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরন করা হয়েছে।
ওসি আরও জানান, রুবেল হাওলাদার (৩৫) এর বিরুদ্ধে পূর্বের ১টি মাদক মামলা, সেলিম খান (৩৮) এর বিরুদ্ধে পূর্বের ৪টি মাদক মামলা, দুলাল আকন্দ (৪৮) এর বিরুদ্ধে পূর্বের ২টি মাদক এবং সাদ্দাম হোসেন (২৭) এর বিরুদ্ধে পূর্বে ২টি চুরি ও ২টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।