নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে বুধবার সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে একাদশ শ্রেনীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরন করতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে ছাত্রলীগ।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার।
কলেজ ছাত্রলীগের সভাপতি মো. আমিরুল ইসলাম বাবুর সভাপতিত্ত্বে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম লিন্টু, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারন সম্পাদক আবির হোসেন রিদয়, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন মৃদুল প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. জালাল হোসাইন। অনুষ্ঠানে শুরুতে অতিথিরা একাদশ শ্রেনীতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরন করে নেন। পরে কলেজের কয়েকজন শিক্ষার্থী এবং ফরিদপুর হতে আগত সংগীত ও নৃত্য শিল্পীদের পরিবেশনায় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলা ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানটি চলে বেলা ৩টা পর্যন্ত।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।