নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ "অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" -এ প্রতিপাদ্য কে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৩ পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বর্ণাঢ্য র্যালী ও মহড়া অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমর কান্তি হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মো. সাবেকুল ইসলাম প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা আগুন লাগলে কিভাবে নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা চালাতে হবে তা মহড়ার মাধ্যমে তুলে ধরেন। এছাড়াও গ্যাস সিলিন্ডারে অগ্নিকান্ড ঘটলে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তার কৌশল প্রদর্শন করেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।