নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী কিন্ডার গার্ডেন পড়ূয়া ৪র্থ শ্রেনীর ছাত্র শিশু রিফাদ অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের ফাসির দন্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত। বুধবার দুপুরে আসামীদের উপস্থিতিতে এ রায় দেন রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ সাব্বির ফয়েজ। দন্ডপ্রাপ্ত আসামী হলেন, রঞ্জন ওরফে রক্তিম, রাসেল ও রনি।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের (ভারপ্রাপ্ত) পিপি শেখ সাইফুল হক জানান, ২০১৩ সালের ৬ নভেম্বর আসামীরা শিশু রিফাদকে অপরহণ করে ১৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে আসামীরা। মুক্তিপন পেয়ে তারা শিশু রিফাদকে হত্যা করে একটি ট্যাঙ্কির মধ্যে রেখে দেয়। পড়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। দীর্ঘ স্বাক্ষ্যি প্রমান শেষে আজ বুধবার বিজ্ঞ আদালত মুক্তিপন হত্যা মামলায় তিন জনের ফাসির রায় দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করে।
নিহত রিফাদের চাচা মো. কিয়ামউদ্দিন জানান, আমার ভাতিজার অপহরন ও হত্যা মামলায় আজ তিন জনের ফাঁসির রায় হয়েছে। এ রায়ে আমরা সন্তষ্ট।তবে আমরা চাই এ হত্যার সাথে জড়িত অপরাধিরা যেন সর্বোচ্চ শাস্তি পায় সে আশা করি।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।