মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে ভর্তি হতে আসা সকল শিক্ষার্থীদের সেবায় হেল্প ডেস্ক স্থাপন করেছে কলেজ ছাত্রলীগ।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত হেল্প ডেস্ক থেকে কলেজে ভর্তি হতে আসা সকল ছাত্র-ছাত্রীর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে দেওয়াসহ খাবার পানি বিতরন করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য প্রস্তুত রাখা হয় একটি মেডিকেল টিম।
হেল্প ডেক্সের কার্যক্রম কাছ থেকে সহযোগিতা করেন গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়।
হেল্প ডেস্কে সার্বক্ষণিক সেবা প্রদান করেন সরকারি গোয়ালন্দ কামরুল কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগ সভাপতি আমীরুল ইসলাম বাবু মন্ডল, সাধারন সম্পাদক মো. জালাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক রিয়ান রনি, দপ্তর সম্পাদক সামিউল আলম, দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আদর শাকিল, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইলিয়াস শেখ, সোহাগ প্রমানিক, যুগ্ন-সম্পাদক সৈকত মাহমুদ অনিকসহ কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
হেল্প ডেস্ক বিষয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি আমীরুল ইসলাম বাবু মন্ডল, বলেন, কলেজে নতুন ভর্তি হতে আসা একজন শিক্ষার্থী অনেক কিছুই বুঝে উঠতে পারে না। কলেজে প্রথম বারের মতো এসে অনেকে বিব্রত বোধ করে। এ জন্য আমরা তাদের যে কোন ধরনের সহযোগিতার জন্য কাজ করছি। আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মো. আয়ুব আলী সরদার কলেজ ছাত্রলীগের এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, হেল্প ডেস্ক হতে নতুন শিক্ষার্থীরা কিছুটা হলেও উপকৃত পাচ্ছে। এছাড়া যে কোন প্রয়োজনে কলেজের অফিসকালীন সময় সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত খোলা থাকবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।